বহু যুগ পথ হাঁটছি একা
সঙ্গিহীন একা একাই পথ হাটি
বহুবার ভাবি হয়ত এবার শেষ হবে পথচলা
রাত শেষে আবারও দু পা বাড়াই পথে, একাই হাটি
ভাঙাচোরা পথে হোঁচট খাই
বেদনায় ভারাক্রান্ত হয় মন
তবুও-তো চলতে হবে
কথাও খুঁজে না পাই ঠাই


বরাক ব্রহ্মপুত্র পারে
গঙ্গা পদ্মার ধারে ধারে
সিন্ধু নদের কুলে কুলে
আলোহীন মেঘের আঁধারে
তবুও দুটো পা থেমে নাই
আলোর রেখার খোঁজে আঁখি মেলি
কোথা পাই, খেয়া নাও কোথা পাই ?
পাল তুলে দ্রুত পার হব পাখা মেলি ।


এবার তোমায় পেলাম
হে স্বাধীন শান্তির উড়ন্ত শঙ্খচিল
তুমি কি আমার দুটি হাত ধরবে ?
তুমি কি আমার বন্ধু হবে ?
নাকি ফেলে যাবে অন্ধকার এই ভবে?


জানি তুমি তা নও
আর একা একা পথচলা নয়
সবাইকে নিয়ে হাতে হাত ধরে
ভাঙব এই অন্ধকার বিষময়।
==============
২০শে নভেম্বর ২০২২ ইং