হে নবীন, হে বৈশাখ, হে যৌবনের ফল্গুধারা
এসো এসো হে হৃদয়ের বকুল বনে
বয়ে যাক প্রাণের ধারা


বৎসরের আবর্জনা জমে জমে পাহাড়
এসো হে অগ্নি, বহ্নি শিখা জ্বলো- জ্বালো নির্মল আলো
দূর হয়ে যাক গ্লানি, বিলীন হোক হাড়ের পাহাড়


ওই তো বৈশাখী ঝড় আসে
উদ্দাম উল্লাসে
নেচে ওঠে যৌবনের বান
এবার দূর হবে আঁধারের গান ।


২৬শে এপ্রিল২০২১ ইং