হাড়ের মাঠ


হাড় ভাঙ্গার শব্দ শুনি চারিধার
চোখ বুজে শুয়ে আছে হ্রদয় বলাকা
শুখনো বিলের ধারে শেয়ালের চিৎকার
পথ শুধু কঠিন আঁকাবাঁকা।


হৃদয়ের উত্তাপ চেপে রাখি বুকে
একদিন ঝড়ো হাওয়া এলে উড়িয়ে দেব আকাশে
গভীর নিম্নচাপে উত্তাল জনসমুদ্র ডাকে
চলে আয় চলে আয় এই উত্তাল বাতাসে ।


হৃদয় দুয়ার খুলে তাই উড়ে যায় বলাকা
উষ্ণ আবেগে গান ধরে, থামব না আর থামব না
বেজে চলে জয়ধ্বনি, সুরের ঝর্না ঝটিকা
হাড়ের মাঠ থর থর কাঁপে, বলে আর না আর না ।
===============
১৩ই নভেম্বর ২০২২ইং ২৬ শে কার্ত্তিক ১৪২৯ বং