রোজই মধ্য রাতে সে আসে
শিয়রের পাশে বসে
ব্যাঙ্গের সুরে কানে কানে ডাকে
কি হে, অনেক তো হোল
এবার তো ওপারে চল
হিমশীতল অজানা অন্ধকারে
আতঙ্কের ঘরে


না হে, না এখনও অনেক বাকি  
বাড়ির চৌদিকে বিষাক্ত অরণ্যে
হিংস্র রক্ত খেকো শেয়ালের দাপাদাপি
শতাব্দী প্রাচীন হাড় মাংসের জমাট পাহাড়ে
নিথর অন্ধ আঁধার হাসে চুপি চুপি


আঁধার ঠেঙ্গিয়ে
চেতনার শুখনো মাঠে হাল চাষের এখনও বাকি
সবশেষে হিংস্র আগাছা গুলো জ্বালিয়ে
সোনালী ফসলের আলোয় ভাসব ঝিকিমিকি


বিদ্রূপের গুলিতে হৃদয় যতই ঝাঁঝরা কর না কেন
প্রতিজ্ঞায় উঁচু জীবন পতাকা উড়বেই উড়বে
হৃদয়ের রক্তিম ফুল ঝরবে না জেনো


তাই,
হে মৃত্যু বিদায় – বিদায় ।