(নিলাদ্রি চট্টোপাধ্যায় স্মরণে)


জীবনের প্রথম চোখ মেলেই অন্ধকার দেখবে ভাবনি কোনদিন
গাড় কালো আঁধার - মানব মাংসের জন্য হিংস্রের দাপাদাপি
তবুও মুক্তির খোঁজে আলোর সন্ধানে কেটেছে রাতদিন
কটূক্তি অবিরাম লাঞ্ছনা হত্যার ষড়যন্ত্র টলাতে পারেনি কদাপি


চল্লিশ বছর কাটালে অন্ধত্ব গোঁড়ামির হিংস্র নখ দাঁত ভাঙ্গার কাজে
ধর্মীয় হিংসার বিরুদ্ধে তোমার সংগ্রামী রথ থামে নি একবারও
বিপন্ন সংখ্যালঘু - নির্যাতিতা নারীমুক্তির ঝড় তাইতো গগনে সাজে  
পরাধীনতা দাসত্বের মুক্তির পথে মানব তোমাকেই খোঁজে আবারও


হে মুক্তমনা বিহঙ্গ - হে মুক্তি-দূত নীল
অন্ধকার থেকে আলোর যাত্রায়
চির ভাস্বর হোক মুক্ত আকাশের নীল ।
-----------------
১৫ই আগস্ট ২০১৫ ইং (২৯শে শ্রাবণ ১৪২২ বাং)