শহরের পূব দিকের রেল লাইনটা পেরুলে সিপাহী বিদ্রোহের মাঠ
লাল মেঠো পথে কয়েক মেইল হাঁটলে পর পাহাড়তলির গ্রাম
গ্রামের শেষ প্রান্তে করীম মিঞার কুঁড়ে ঘর
ওটাই আমার জন্ম ভিটে, ওতেই আমার বাস,
নির্মল নিষ্কলঙ্ক ঠিকানা ।


যুগ যুগ বঞ্চনার ঢেউ ভেঙ্গে বেঁচে রয়েছে যে প্রাণ,  
শুষ্ক মাঠে সোনা ফলায় যে হা্‌ত,
দেশময় নতুন ফসলে ভরে দিতে পারে যে জাদুকর,  
অদম্য সাহস, বাঁচার ও বাঁচিয়ে রাখার তীব্র অনুভূতি যার,
সে তো সহস্র বৎসরের পোড় খাওয়া নবীন কারিগর,
ঘূর্ণিঝড় সৃষ্টিকারী মাথা উঁচু করা এক উজ্জ্বল মশাল ।


ঠিকানা আর খুঁজিনা,
করীম মিঞার কুঁড়ে ঘর -
এটাই আমার শেষ ঠিকানা ।