কলঙ্কহীন শিশু পরে কলঙ্কবাস
যারে অনুসারী ছাড়ে গরল নিশ্বাসঃ
ইতর কি ইতরামী বুলি দিয়ে শিখে?
পিঁপড়ের সারি যেন নেতা অভিমুখে।
তবে কেন আমারে হেন অপবাদ?
যাহা মোর বিষাদী তোমাদের খাদ-
মহাজনে গুণিজন সভা ও আলয়ে,
বিধাতা কেহজনে বিধান ও প্রলয়ে।
তোমাদের কর্মই ধর্ম আমার
যাহা গুণাগুণ, হুঙ্কারে সমর।
তব শঙ্কিত চিত্ত ঘৃণা মোর তরে
প্রতিচ্ছবি আমি তব প্রতিধ্বনি স্বরে।
আজ তুমি হেন মোর রও পদতলে
লভিলা কর্মফল আপন কর্মভুলে।