পুঞ্জিল শিঞ্জন সজ্জিল রাত
মেঘরাশি ভেসে ভেসে পাঠাই বরাত।


শশধর দিবাকর সদা সজাগ
আলোর ঝিকমিক সোনালী পরাগ।


শাদ্বল পরে নাচে অম্বিকা শিখী
পাখসাটে বাহবা দিচ্ছে পাখী।


মেঘেরা মাদল তোলে গীতভরা ভেক
রিমঝিম কলতান, ঝর্ণার আবেগ।


সবুজের আঁচলে খেলে যায় ঢেউ
সাগর পাহাড় বন নাচে তা থৈ।


ছলছল নাচে জল গুনগুন তালে
মৌ ধরেছে সুর পলাশের ডালে।


একাঙ্ক ছ দৃশ্য এ রঙ্গশালা
মনমাতাল করা প্রকৃতির খেলা।