ক।
ঘনঘটা ঘোরতর এমন পাতকি ক্ষণে
ছান্দিক মুদ্রায় বাজে ঝিরিঝিরি জলের নাগর।


খ।
ও আকাশ; তোমার গরাদমুক্ত জানালায় দেশে
ঝুলে রয় মেঘপেখম, কালোর তুলট ঝালোর।


গ।
বৃষ্টিগাঁথার রূপভেদ ছাওয়া শূন্যতার বাড়ি
ভেজা বিস্ময়ে মাখে বেশ যৌবনের আঘাণ।


ঘ।
জলজ পংক্তিমালায় শ্যামলীমা বানভাসানী
টইটুম্বুর কবিতায় নিসর্গের শীতল স্নান।


ঙ।
এমন মেঘলা কাব্যিক বৃষ্টির তানপুরা লয়
আহা! মেলে ধরে মেঘপেখম, বৃষ্টি প্রণয় ।