জাগে, ঢালা পথের ঘুম ভেঙ্গে মরীচিকার আড়মোড়া;
দাহ্য দুপুর বিছানো ভরপুর রোদ।
জাগে, নজর বিনিয়োগ মিলে নাতিদীর্ঘ প্রেম
আর্দ্রতায় থকথকে স্বপ্নীল পরাগয়ন বেশ
                             তোমাতে -আমাতে --
মাখে, মোহকলা উম্মাদনার ফেনিল হাউস।।


উড়ে, ফুসফুস হাওয়ায় দীর্ঘশ্বাসের বেলুন
ডাকঘর গন্তব্যে ধাবমান ও সে পত্রডানায়।।