মর্ম হরষে কত পথ ভাঙ্গবে কানাই ?......


যদিও বলবে ব্যাকুল ব্যাবধানের পূর্বাপর;
তবু উহা দূর কথন, প্রবচন, যাত্রাবিধি
আর ধূলো বার্ধ্যক্যের ধূসর ব্যাকরণ ...।


কেননা, পথপরিক্রমা বয় পদব্রজের স্মৃতি;
বিস্মৃতিপত্রে লেখে পরিব্রাজকের জন্মগাঁথা


আর, নিসর্গের মানচিত্রে পরে পরে
                 নিয়তকাল
করে যায় গন্তব্য গ্রন্থণা ।