ভৌগলিক জোয়ারে ফেঁপে নদীটা চাঁদের প্রপাত
                                                 আর
রুপোলী উদ্যানে ফুটে তারকাফুল
                          ক্রমে ক্রমে কম্পিত নিশিথে
বয়ে আনে বাউরী মগ্নতা, তৃষিত ভেতর গভীর।


সোডিয়াম এলকোহলের গাঁ চুঁয়ে কান্নার ফিসফাস
ভেতো সংসারে আনে আলাপচারিতার
আদিম ঘনশ্বাস।।


বন্দরে দ্বাদশী এলো
শ্যাওলা নোঙ্গরে কোরাল উষ্ণতায়
তারপর ...


সারেং বেজে যাচ্ছে
বাতিঘর দূরে যাচ্ছে
চাঁদের প্রপাত টুপটাপ জলকান্নায় নদীগর্ভে
                হয়ে রয়
পাথুরে জলজহীম ।