আজ ও আজ ও বডডো টানে আমায় সমুদ্র। সেই আগের মত
সমুদ্রতটের ভিজে বালিতে পা ডোবাই যখন, জানো একটু ভিজে গেছে, তবু ওই নীল শিফন টাই পড়ি,
যখনি যাই সাগরতটে।
সেই যে তুমি বলেছিলে এক জোছনা রাতে পায়ে পা মিলিয়ে হাটতে হাটতে সমুদ্রের নীল আর আমার আঁচলের নীল নীলে নীলে নীলাকার।
অবাধ্য হাওয়ায় উড়ে যাওয়া আঁচলের খুনসুটি তোমার হাতের মুঠোয় জব্দ হয়েছিল। আজ কোমরে জড়িয়ে নিই।
আজ এই সমুদ্র না থাকলে, প্রতিশ্রুতি শব্দ তা যে কি মর্মান্তিক তা তুমি প্রমান করে দিয়েছ। আমার কিন্তু অভিমান নেই, জোয়ার নাই বা থাকলো
ভাটা তো আছে।
আর আছে এই সমুদ্রতট
ও আমায় প্রতিশ্রুতি দিয়েছে এমন ভাবেই আমার পা ভিজাতে ওর জলে উড়াবে আমার আঁচল
থাকবো আমার চির দোসর হয়ে।।।।।।