আমি এমন ই
খেয়ালিপনা যার শিরায় শিরায়
চঞ্চলতা যার মনের গহনে।
উদাসীনতা আমায় ঘিরে ধরতে গিয়ে..
নিজেই ওঠে হাপিয়ে।
আমি আমার মতো..
খিলিখিলি হাসি দিয়ে
চোখের জলে বাধ দিই।
আবার একটু আঘাতেই
কাচের চুড়ি র মতো  ভেঙে যাই।
আসলে আমি সে..ই
যে আছি প্রতি টি  মেয়ের অন্তরে
শুধু প্রকাশের অপেক্ষায়...
দরকার শুধু  সলতে টাকে জ্বালিয়ে দেওয়া..
কবির কথায়...
"আমি এখন সময় করেছি
তোমার এবার সময় কখন হবে
সাঁঝেরবাতি সাজিয়ে রেখেছি
শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে"??????