"কথা রাখবো "..এমন কথা শুনতে এলাম যেই
সবাই দেখি ছুটে এসে ভীড় করলো সেই।
পাখি বলে.."দেখো আমি গান শোনাই ভোরে"
সাগর ও দেখি রাখে কথা
জোয়ার..ভাটার তোড়ে।
ফুলও বলে "কথা রাখি পাপড়ি দিই মেলে"
মিটি মিটি তারারাও হেসেই ঢলে পড়ে।
চাঁদ বলেছে "দেখো আমি
দিচ্ছি স্নিগ্ধ আলো
কথা দিয়েছি বলেই তো
বাসতে পারি ভালো"।
পাহাড়ী মন সেও নিয়েছে
মৌনী হবার শপথ
এতো বড়ো শ্বেত মুকুটে
নেই তো কোনো কপট।
সহিষ্ণুতা র শপথ নিয়ে
আজও মাটি চলছে
সজীবতার আশ্বাস আজও  গাছ দিচ্ছে।
এলোমেলো যত ই হোক
পথ ও কথা রাখলো
ঘর চেনাতে সে ও আজ
নতুন দিশা আনলো।
হাওয়ার কথাও রাখলো হাওয়া
করলো এলোমেলো
তোমার কথাও রাখলে তুমি
আমার চোখ তাই ছলোছলো।।।।