চল চলে যাই
সেই আদুরিয়া পল্লিবাংলায়
তার মেঘবরণ বন
আর শ্যামবরণ বসন।
মাথার ওপর ঘন নীল বাথটবে
সাদা মেঘের ফেনা
আর থাকবে ঝিম নৈশব্দ।
পশ্চিম দিগন্তে আকাশে আগুন লেগে যাবে।
যাবি সেই সব পেয়েছির দেশেবিদেশে?


শোন্ না....শীতে যাবি?
ঝরা পাতার খেলা দেখতে পাবো
না হলে শ্রাবণ এ?
মাদলে মাদলে মাদকতা।
গরমেও যেতে পারিস...
শাল পিয়ালের ঘোমটার তলায়।
পলাশের পাপড়িতে লাল কারপেট
পায়ে পায়ে চলতে থাকবো
দলবো না কিন্তু কোনো ফুল
বলতো কেনো?
আরে... ওরাই যে তোর হাতের ছোয়ায়
আমার এলো চুলের শোভা বাড়াবে।
আর ঐ তিরতির করে নয়ে নয়ে
না না বয়ে চলা নদী টা
জানিস ওর বুকে কত কথা জমে আছে?
কান পেতে শুনবো ওর জোয়ার ভাটার গল্প
আর একটু সময় যদি বেশি থাকতে পারিস
তাহলে কিন্তু তিতির টার  গান শুনে আসবো।
চল তবে....
বেলা বয়ে যায় যে।।।।