ও আমার বর্ষ বিদায়বেলা
আমরা দোহে করেছি কত খেলা
কত  ভুল কত ঠিক  কত দ্বিধাহীন কথা
জীর্ণ খাতার পাতায় শুধু রয়ে যাবে তার রেখা।।


ও আমার বর্ষ বিদায়  রাত্রি
ভালো মন্দের দোলায় আমরা হয়েছি নিত্যযাত্রী
আস্কারা আর আবদার যত দিয়েছ
আস্ফালনের কপট দৃষ্টিও সোঁপেছো।।


ও আমার বরষ বিদায় সাথী
কান্না হাসির দোলদোলানোয় বেধেছিলাম রাখি
জীবনমুখী জোয়ার ভাটার তুমি চুণীপান্না
তোমার পাতায় রয়েছে ধরা আমার হাসিকান্না।।।


উজ্জ্বল রোদের চমক দিয়েছ দিয়েছ হাসির ছোয়া
আবার দিয়েছো দু 'চোখ ভরে নীরব  অশ্রুধারা
চিরন্তনীর রূপে এসো আজ তুমি ক্ষনিকের ছায়া
ব্যাখাহীন মরুভূমিতে মরুদ্যানের মায়া।।


মনের গহীনে রয়ে যাও  তুমি স্মৃতি হয়ে করো রাজ
নতুন বছরে  স্বাগত জানিয়ে
বরণ করব আজ।।।।।।।