অভিমানে অভিমানে
********************
বাজার  থেকে ছোট্টো চারাটা এনে
যত্ন করে লাগালি
তার ভালো... মন্দয় তোর কত ব্যাস্ততা।
এই সার দিচ্ছিস..জল দিচ্ছিস
আবার পাতা ছাঁটছিস
কখনো মাটি খুঁড়ছিস
রোদের স্পর্শ পেলো  কিনা
তাও দেখছিস।
কত আকুলি বিকুলি তোর।
প্রতিদানে ও..  ও তোকে দিচ্ছে
ফুল ফল আর ছায়া
তোর আমার সম্পর্ক টাও এমনি।
আমি ফুল তুই মালী
অনুরাগের দুই পরত
আমার ক্ষমতা আরও অনেক
অমন  যত্ন আমি পেলে
তুই না চাইলেও তোকে জড়াতাম
আদর করতাম
ভরিয়ে দিতাম পরম উষ্ণতায়।
তুই শুধু  সুবাস রঙ আর রূপেই
আটকে থাকলি
আর আমার রয়ে গেলো
পুরোপুরি ভাবে না পাওয়ার চাহিদা।।।


$$ সীমা $$