ঐ কূলেতে বাস আমার
ঐ কূলেতে ঘর
জ্বালিয়ে পুড়িয়ে করেছে ছারখার
ওরা নিষ্ঠুর বর্বর।


দেখেছি স্বজনের রক্ত মাখা লাশ
নিয়ে করছে ওরা উল্লাস।
দেখিলে বন্ধ হয় নিঃশ্বাস
ওরে এ-কি সর্বনাশ!


ছেড়েছে ওরা সন্ন্যাস ব্রত
করছে মানুষের হৃদয় ক্ষত।
বিশ্ববাসী শুধুই বিব্রত,
কেন করছ না প্রতিহত?


ভাসতে ভাসতে চোখের জলে
নিয়েছি আশ্রয় সাগর বুকে।
নেই কো ঠাঁই তোমাদেরও কূলে
ভাসছি তাই অথই জলে।


কেন মানুষ হলাম আমি?
হতাম যদি জলজ প্রাণী
থাকত না কোন বর্ডার ফাঁড়ি
যখন যেথায় খুশি, দিতাম আমি পাড়ি।


ওহে বিশ্ব নেতার দল, একবার চাও ফিরি  
আমি কি প্রাণীর চেয়ে নইকো দামি?
দেখো নিভে যায় জীবনের আলো
ধর্মের নয়, এবার মানবতার মশাল জ্বালো।