অমন করে বলেন কেন?
বললে হবে দোষ।
বললে কথা সোজা-সাপটা
করে উঠবে ফোঁস।


ধরবে জ্বালা শরীর-মনে
মুখোশ খুলে দিলে
বাঘের মত মারবে থাবা
পারলে খাবে গিলে।


না যদি বলি কোনো কিছুই
নীরব থাকি ভয়ে
কোন সুখেতে বাঁচব বলো
বিবেক জ্বালা সয়ে?


বলব কথা চলব সদা
সত্যের হাত ধরে
মরলে দেহ নাই কো ক্ষতি
প্রাণ যেন না মরে।