আমার জীবনে ভালোবাসা তুমি
ভালোবাসায় গড়া এক প্রতিমা।
যেভাবে যেমন খুশি সাজাই তোমায়
কল্পনায় আর অবাস্তবতায়।


বাস্তবে বলো না কথা
যে কথা আমি শুনতে চাই।
হাসো না তুমি
যে হাসি আমি দেখতে চাই।
ভালোবাসো না
যে ভালোবাসা পেতে চাই।
তাই তো কল্পনায় মন
তোমাকে নানা রঙে
নানা রূপে সাজায়।


জানি তুমি বাস্তবতার পৃথিবীতে
ভালোবাসতে পারো না,
ভালোবাসার কথা বলতে পারো না,
পারো না একটু মিষ্টি মধুর হাসতে।
তবুও কল্পনায় বাহু বাঁধনে বেঁধে
রাখতে চাই আজীবন ধরে,
আমি বাঁচতে চাই কল্পনার মাঝে।


তোমার আমার বাস্তবতা
সে তো বড় নির্মম,
আকাশ থেকে পড়ে যাওয়া বজ্রপাত
আর ভূ-পৃষ্ঠের ভয়ংকর ভুমিকম্পের ন্যায়।
তবুও যেতে পারি আমি
ঐ নির্মম বাস্তবতায়,
আমি ধ্বংস হলে ক্ষতি নাই,
কিন্তু সেথায় তুমিও ধ্বংস হবে জেনে,
আমি ফিরে যাই আমার চির কল্পনায়।


তুমি মোর কল্পনা, কল্পনাই থাকো
তোমাকে নেবো না বাস্তবতায়,
সেথায় তোমার ধ্বংস আর যন্ত্রণা
সইতে পারবে না, আমার হৃদয়।