সহে সহে সহ্য
ক্ষয়ে ক্ষয়ে ক্ষয়।
আজ যে আপন
কাল যে সে পর।
জীবন ছন্দ হারায়।


পদ্য ছেড়ে গদ্য লেখে
জীবনের গতিপথ।
গদ্য ছেড়ে লেখে উপন্যাস
হারালে সরল পথ।
এর মাঝে কিছু কিছু
হয়ে উঠে জীবন্ত ইতিহাস।