ওরা সূর্য থেকে তেজ নিয়ে
বিশ্ব সাগর তীরে বিদ্যুৎ প্রকল্প খুলেছিল ...
তাতে ওদের রাত কাটাবে বলে।  

রাতের মানুষ ওরা,
এখন আর রাত কাটে না ওদের...

হঠাৎ কিছু ঘটবে বলেছিল তারা...

আমার এ গল্পে তোমার স্থান নেই কোনও!  

তুমি পিষে দিয়েছ রোলারে ওদের আলো,
বুলডোজারে  গুঁড়িয়ে দিয়েছ মাথা ...  

তবুও কিছু ভঙ্গুর অস্থিসার জড়ো হয়ে
হাতের মুঠোয় সূর্যকে আটকাতে চেয়েছিল।

হঠাৎ কিছু ঘটবে বলেছিল ওরা...
কিন্তু আজও ঘটেনি কিছু...

কারণ,  
ওদের বিশ্বাসে
তোমার রোলারে কিছু সূর্য বেঁচেছিল।