ডেকে নিয়ে গেলে চিতাকাঠ
মরণ চাইবো কেন!
ধিকিধিকি তার আগুন ছিটায়
জ্বালবো পথে আলো।

হঠাৎ করে ডাকলে রাত
বৃষ্টির বারোমাস...
আধো জাগা মনে ছুঁয়ে দেয় হাত
বিমুখ যত ঘাস!

তাদের করে ভাববো তোমায়
দুহাত মেখে আলো,
সত্যি করেই ভাববো এবার
ঘুরে দাঁড়ানোই ভালো।

যেতে পারি কিন্তু কেন যাবো...  
বলার দিন আজ নয়!
নিতে পারি কিন্তু কেন নেবো?
আজ জোরে বলা ভালো!