বিয়ে বাড়িতে গাইছে গীত
সবাই জেগে নেইকো নিদ,
কেহ আবার বাজায় বাদ্য
রাঁধছে  দেখো কত খাদ্য।
চেঁচামেচি আর হৈ হুল্লো
সাবার মন অতি উৎফুল্ল,
কেউবা আবার সেজেছে
দেখ নায়িকা সমতুল্য।
আসছে লোকে বসছে খেতে
বাড়ীর কর্তা এবার বলে,
খাবার মুখে না নিয়ে দেখ
কেউ যায়না যেন চলে।
মাংস পোলও কাবাব রোস্ট
আর খাবার শেষে মিষ্টি,
খাবার সময় সকলের প্রতি
সদাই কর্তা দিচ্ছেন দৃষ্টি।
ছোট সোনারা ভাবছে সাবাই
কেমনে বর'কে করবে জব্দ,
এমন সময় রাস্তার হইতে
আসছে মাইক্রো বাসের শব্দ।
হৈচৈ চেঁচামেচি পটকা ফুটা
নেইতো কারো ঘুম,
কনে বাড়ীতে পরে গেল
কান্না কাটির ধুম।
কনে কাঁদছে উলু-ঝুলু
কাঁদছে কনের মায়,
পাড়া পড়শি চাচী জ্যাঠি
তারাও কেঁদে যায়।  
হৈচৈ আর কান্নার শেষে
বসল বিয়ের আসর,
সকলে মিলে হলো দোওয়া
হয় যেন সুখের বাসর।।

১৮/০২/২০১৯ খ্রীঃ।