শ্যামলা বরণ কইনাকোনা
লম্বা লম্বা চুল,
চুলোত দুকনা বেণি- গাঁথিয়া
গুঁজিছে গোলাপ ফুল।
চলচলা চোখ ডাগর ডাগর
লাল ডিবডিবা ঠোঁটা,
ভাগ্যের দ্বীপ কপাল খানোত
পরিছে হলদিয়া ফোঁটা।
বাঁশির নাকান নাকের উপরোত
পরিছে সোনার বালী,
হাতে চুড়ি পায়ে নূপুর
কান দুকনা তার খালি।
কপাল থাকি মুখ আর বুকের
রুপ উছলিয়া পড়ে,
হাসিলে উয়ার মুখ থাকিয়া
মণি মুক্তা ঝরে।
হলপলা ঐ কইনাকোনা
হেলিয়া দুলিয়া যায়,
অমন রুপে মজিয়া কনতো
পাগলা না হয় কায়?
কইনাকোনা'ক দেখিয়া মনটা
ম্যালা রং-এ সাঁজে,
টাসকি খাওয়া দেহা খানোত
জল ঘুগড়া বাঁজে।


ইং ০৪/০৮/২০২০ খ্রিঃ
সময়ঃ- ১০.০০ টা
স্থানঃ- চিলমারী বন্দর, কুড়িগ্রাম।