শ্রাবণ দিনে বৃষ্টি ভারি
মন যেতে চায় বন্ধুর বাড়ি
বন্ধু ছিল রসের হাড়ি
এখন তোরে কোথায় পাই
শ্রাবণ ধারায় খুঁজি তারে  
নাইরে নাই নাইরে নাই
পাহারিকা প্রান বন্ধু ধন
দুনিয়াতে নাই।


পাহাড়ি গায়ে বন্ধুর বাড়ি
চলে সেথা চান্দের গাড়ি
চান্দের গাড়ি নিছে কারি
প্রান বন্ধুর জীবনটাই
শ্রাবণ ধারায় খুঁজি তারে  
নাইরে নাই নাইরে নাই
পাহারিকা প্রান বন্ধু ধন
দুনিয়াতে নাই।।


প্রেমের হাটে দোকানদারি
বেচাকেনা চলত ভারী
একি বিধির ছলচাতুরি
স্বর্গপানে দিল ঠাই
শ্রাবণ ধারায় খুঁজি তারে  
নাইরে নাই নাইরে নাই
পাহারিকা প্রান বন্ধু ধন
দুনিয়াতে নাই।।


লেখার তারিখ:- ০১/০৮/২০২২ খ্রি,
সময়:- সকাল ০৯.০০ মি:
স্থান:- ডাহুক বিল্ডিং, পঞ্চগড়।