নিদ্রাপ্রিয় হতে চেয়েও
কেন তাহা পারিনা?
নিশুতি পরী সঙ্গিনী মোর
সঙ্গ যে সে ছারে না।


রাত নিশিতে ঘুমের ঘোরে
লোকে যখন বিভোর,
অলি গলি খুজে বেড়াই
কোথায় ডাকাত চোর।


গ্রাম শহরে শান্তি করে
কাটাতে তোমার রাত্রি,
রাস্তায় রাস্তায় ঘুরি আমি
পেট্রোল গাড়ীর যাত্রী।


বাসষ্টান্ড আর রেল ষ্টেশন
কলোনি, রাস্তা-ঘাটে,
নির্জনতার মাঝে যে মোর
রাত্রি খানি কাটে।


২৭/০৭/২০১৮ খ্রিঃ।