এক দেশে এক রাজ্য ছিল রুপকথার,
সেই রাজ্যে এক রাজা ছিল চুপকথার।
চুপ থেকে সে করতো শাষন রাজ্য তার,
কান কথার এক উজির নিল রাজ্যভার।


সেই উজিরের এক নাজির ছিল ধুরন্দর,
আর ছিল  এক  গুপ্ত  ঘাতক  পুরন্দর।
বছর দিন মাস এমনি ভাবে দিন গড়ায়,
গুপ্ত  হত্যায় সেই  রাজ্যে লাশ গড়ায়।


হঠাৎ আক্রমন সেই রাজ্যের রাজাধানী,
বন্দি রাজা - রাজার  মেয়েে রাজরানী।
রাজার পুত্র রাজকুমার নাম নন্দলাল,
গুম  হয়েছে  বলছে লোকে মন্দচাল।


(১০ বছর পর)
আসছে ভেসে ঘোড়ার খুরের শব্দ ওই,
টগ বগিয়ে  নন্দলাল আসেছে  ওই।
সঙ্গী তাহার সিন্দু  রাজা কিরোন্দাস,
বন্দি হলো উজির নাজির ধিরোন্দাস।


সাথে আসছে তার রাজকুমারী চন্দনা,
নন্দলালের  বিজয়  লক্ষী  মন্দ  না।
মুক্ত হলো রুপকথার সেই রাজধানী,
রাজকুমারী  চন্দনা  আজ  রাজরানী।


২৩/০১/২০১৮ খ্রীঃ।