প্রকৃতি,তুমি তো সবুজ
       চাদরে লুকিয়ে রেখেছ​
নিজেকে।জানো তোমার ঐ
    সবুজ রং আমার খুব পছন্দের।


গ্রিষ্মের গোধুলি লগ্নে,যখন
    তুমি তোমার আধুনিক নৃত্যে
ডানে-বামে ঢলে পর,তখন কিন্তু
         আমার​ বেশ লাগে....।


প্রকৃতি, তুমি অদ্বিতীয়া।
    তুমি তো কত কিছুই দাও...
তুমি তো শুধু দাও!
      চাও না তো কিছু...?


কিছুই কি চাওয়ার​ নেই তোমার!
     তবে কেন,তুমি নিরবে
তোমার অশ্রুবিন্দু ঝরাও।
        কি চাও তুমি বল?


       জানি তোমার সাথে আর​
দেখা হবে না।অভিমান করবে?
      আমার যে কিছুই করার নেই,
আমি যে নিঃস্পান কফিন বন্দি