তোমার দেবতা থাকে মন্দিরে মন্দিরে
আমার দেবতা থাকে ঘরে ঘরে।
সৃষ্টি থেকে আসছে কত অভাবের সাথে সংগ্রাম করে ।


তোমার দেবতা চিরসুখে স্বর্গে করছে বাস
দুঃখ দারিদ্র রোগ শোক কভূ যায় না ওদের পাশ।
আমার দেবতা রোগ শোকে  করছে আধা উপবাস।
আমার লক্ষ্মী ঐতো কৃষণের সকল মেয়ে
রোদে পুড়ে কাদাঁ মেখে
অন্ন জোগায় সকলের মুখে।
আমার সরস্বতী ঐতো স্কুল কলেজের সকল মেয়ে
আজগের পৃথিবী ,আধুনিক সৃষ্টি এসেছে এদের জ্ঞানের পথ বেয়ে।
আমার দুর্গা ঐ ঘরে ঘরে আছে যত মা,
হৃদয়কম নাই স্নেহ-প্রীতি,ভাল বাসা মায়াও মমতা।
কোন কালে দশহাত নাই তার ভালে,
তবু সে দু হাতে রান্না করে অন্ন তুলে দেয় সকলের থালে।
আমার রাধা ঐতো ঘরে ঘরে আছে যত বালা
আদর সোহাগে সংসার সাজিয়েছে যেন ভাল বাসার ডালা।
আমার কৃষ্ণ বাশিঁ ফেলে ভাল বাসার টানে,
সংসার ঘাণ টেনে চলেছে ,কতদিন,কত কাল কে জানে।
আমার নারায়ন ধান কাটে মাঠে,শষ্য করে চাষ
সারা বছর ফসল ফলায় কষ্ট করে বার মাস।
তোমার দেবতা ধরণি গড়েছে দিয়েছে কত প্রাণ
আমার দেবতা সাজিয়েছে ধরণি আপন করে দিয়ে তন মন।
মাটির দেবতা আমার মাটিকে ভাল বেসে
স্বর্গ রচিতে চায় সকলের সুখে।।।