জনাকীর্ণ পৃথিবীর মানুষের ভীড়ে,
আমি আছি অতি-ক্ষুদ্র এক নীড়ে!
আঁখি মোর চারি -ধার পায় দেখিবার ,
কালের গ্রাস হ,তে নাহি কারো নিস্তার,
ধুলি সম জীবের প্রাণ অদৃশ্যে ধায়,
স্বজনের ক্রন্দন -রোলে বিষক্ত বায়!
প্রাণ কাঁদে বিয়োগ-চিন্তায়,মনে স্বল্প ভয়,
ধুলিময় নশ্বর ধরাতে,যে অমর কেউই নয়!