পক্ষীকূলে শকুন সব চেয়ে উপর উড়িতে পারে নীল আকাশের গাঁয়-
স্বভাবে মজবুর সে কি করিবে চোখ দুটি সদা গোভাঙ্গাড়ের দিকে রয়।
যদি কোন গাছে ফুল ফোটে ভ্রমর প্রজাপতি সেথা হতে মধু লয়ে লোটে-
সেই ফুল হতে ভাগ্যের পরিহাসে মাকড়সার কপালে সদা বিষই জোটে!!!