আধুনিক গ্রামে আজ নেই ছোট ঘর,
পাকা ছাদ পাকা ঘর উঠে তরতর।
ঘর ছিলো নড়বড়ে খড়ে ঢাকা চাল,
আজ দেখি সেই ঘরে রাজকীয় হাল।

কারো ঘরে আজ নেই কুপি হারিকেন,
সোডিয়াম আলো আর বৈদ্যুতিক ফ্যান।
ছোট সরু মেঠোপথ চড়া করে পাকা,
আনাগোনা দুই ভাগে মাঝখানে ফাঁকা।

বিদ্যুতে পাম্প চলে ক্ষেতে ভরা জল,
পাতালের জল উঠে ভরে সমতল।
কারো ক্ষেতে নেই আজ বলদের হাল,
মেশিনেই চাষবাস ধান থেকে চাল।

আজ দেখি শিশুদল ড্রেস কোড গায়ে,
দলবেঁধে স্কুলে যায় জুতা মোজা পায়ে।
স্কুলঘর বড় করে গড়া বহুতল,
পড়াশোনা শুরু হলে বাড়ে কোলাহল।

সড়কের দুই ধারে সারিবাঁধা গাছ,
চাষ করে ভরা আজ জলাশয়ে মাছ।
কৃষি অফিস থেকেই পায় সুবিধাদি,
এক তিল জমি আজ নেই অনাবাদি।

মাঠেঘাটে কাজ শেষে ছুটে যায় হাঁটে,
দলবেঁধে চা স্টলে বসে আটঘাটে।
রোল তোলে হাসিখুশি খোশগল্প শুরু,
বাদ নাই রাজনীতির অকরুণ ভুরু।