কাল কাল বলো বন্ধু আজ কেন নয়,
আজকের এই দিনে সুখ সুধাময়।
গুনগুন সুর উঠে মিলনের দিনে,
আসক্ত এই মনে ব্যাথা কিনকিনে।


প্রেমময় জানালাটা খুলে দাও আজ,
চারিদিকে চেয়ে দেখো গোলাপের সাজ।
মন জুড়ে ছেয়ে গেছে শোভাময় ঘ্রাণ,
এই দিনে তুমি কেন তবু সুনসান?


দক্ষিণা হাওয়া উঠে বসন্ত দ্বারে,
মনে পড়ে তোমাকেই আজ বারেবারে।
আনমনে শুরু হলো ফাগুনের গান,
বসন্ত নিয়ে এলো মন জুড়ে বান।


পাখি সব পাখা মেলে আকাশের গায়,
ফাগুনের দোলাচলে গান গেয়ে যায়।
মাধবী মালতী ঘিরে ভ্রমরার সুর,
মউ বনে সুর শুনে শুরু হলো ভোর।


ঝলমলে রোদ পেলো সরিষার ফুল,
আজ দেখি গাছে গাছে ফুটন্ত বকুল।
বেলা উঠে কানে আসে কোকিলের গান,
ফাগুনটা মনে আনে শুধু কলতান।


আগুন লাগলো মনে ফাগুনের টানে,
ফাগুনটা এসে গেছে মন সেটা জানে।
কাল কাল আর নয় আজকেই চাই,
ফুল নিয়ে কাছে এসো ভালোবেসে যাই।