বছরের এই দিন ঘুরে ঘুরে আসে,
ঘরে ঘরে হাসি ফুটে বিজয়ের মাসে।
বাঙালীর মনে আছে যত জ্বালাতন,
এই দিনে চোখে ভাসে সেই সমীরণ।

গোলা আর বারুদের ভয়াবহ দিন,
জীবন সাঙ্গ করে রেখে গেলো ঋণ।
যুদ্ধাহত যাঁরা আছে সালাম জানাই,
যাঁরা গেলো পরপারে দিলে দেই ঠাঁই।

চরণে বরণ করি বিজয়ের দিনে,
ভাবনাতে মনে আসে ব্যাথা কিনকিনে।
তাঁদেরই আত্মত্যাগে বিজয়ের হাসি,
রক্তমাখা ভূখণ্ডকে তাই ভালোবাসি।

লাল সবুজ পতাকা, হাতে নিয়ে বলি,
জানমাল যাঁরা দিলে মান রেখে চলি।
ভুলবোনা কোনদিন বলি তোমাদের,
মান রক্ষা করবোই সেই বিজয়ের।

ঝিম ধরে বসে আছে যত রাজাকার,
জাগরিত জনতায় দেবে নাতো ছাড়।
বিজয় নিশান হাতে অপশক্তি রুখে,
পতপত উড়াবোই বাংলার বুকে।

ক্ষণে ক্ষণে মনে পড়ে ভাইদের ঋণ,
শপথ নিলাম আজ বিজয়ের দিন।
শহীদের রক্তে ভেজা বাংলার কোল,
প্রতিহত করবোই সব শোরগোল।

----------------------------------------------
১৬ ডিসেম্বর, ২০২৩