ফিলিস্তিনের আকাশে বারুদের রূপ,
আরব জাহান তবু চেয়ে দেখে চুপ।
ঈদের দিনেও এলো মর্টার সেল,
ইহুদী নাসারাদের এটা কোন খেল?


জাগো আরব জাহান প্রতিবাদ করো,
ইহুদী নাসারাদের গলা টিপে ধরো।
তোমরা যদি না জাগো পরকাল বৃথা,
অপেক্ষায় চেয়ে আছে আগুনের চিতা।


শিশু কিশোরেরা পুড়ে হলো ছাই,
মুখে বলো ফিলিস্তিনী আমাদের ভাই।
মুখে যদি ভাই বলো প্রতিদান দাও,
ফিলিস্তিনী ভাইদের যদি ভালো চাও।


শিশু দেখে আগুনের লেলিহান শিখা,
সেও জানে না হায়াত কত দিন লিখা।
ইহুদির রণ সাজে মানবতা মিছে,
ক্ষণে ক্ষণে চাপা পড়ে দেয়ালের নিচে।


কানফাটা আওয়াজে জনতার ভয়,
সারি সারি ইমারত গুড়াগুড়া হয়।
ছুটে আসে অগণিত কামানের গোলা,
আজ কাজ কী তাদের শুধু ছবি তুলা?


আরব জাহান যদি একবার নামে,
নুন ছিটা দিতে পারে ইহুদির চামে।
মুখে যদি ভাই বলো কেন তবে দেরি,
ইহুদীকে পড়ে দাও চাম তুলে বেড়ি।