শিশুদল ভেলা হয়ে হেলা গাছে উঠে,
খুশি মন ভেসে যায় মুখে খই ফুটে।
রোদে পুড়ে ঘাম ঝরে তবু হাসিখুশি,
কাদা গায়ে মিশে থাকে খড়কুটা ভূষি।
মন ভরা খুশি তার প্রাণ ভরা সুখ,
নড়া দাঁত ঝুলে থাকে চড়া করে মুখ।
দুষ্টু বলে বকা দিলে তবু হাসি পায়,
দই মিষ্টি টক ঝাল হেসেখেলে খায়।
সারাদিন খালি গায়ে ধূলাবালি মিশে,
কাদাজল মশা মাছি সব পায়ে পিষে।
আরামের কথা বলে ঘরে রাখা দায়,
জোর করে শিশুদলে ফিরে যেতে চায়।
পুতুলের বিয়ে দিয়ে মায়াকান্না ধরে,
হাঁড়ি ছাড়া ভাত মাছ মিছে রান্না করে।
দুষ্টুমির অভিনয়ে কেউ হয় রাজা,
অভিনয়ে বাঁধা হলে তাকে দেয় সাজা।
শাপলার ফুল নিতে হাঁটুজলে নামে,
টেনেটুনে ফুল তুলে অবশেষে থামে।
জল থেকে হাতে তুলে একগাদা ফুল,
দাঁতখোলা হাসি দিতে করে নাতো ভুল।
সংসার কি জিনিস তাতো বুঝা দায়,
দলবেঁধে সারাদিন হেসেখেলে যায়।
লোভ ক্ষোভ তার নাই মন উড়ে ভাসে,
দায়-দেনা কিছু নাই হাসে উল্লাসে।