কখনো আষাঢ় নামে মহাধুমধামে,
সময়টা চলে গেলে অসাড়তা নামে।
যত বেশি দিন যায় বাড়ে আফসোস,
স্মৃতির জানালা মুছে ঘুরেফিরে হুশ।

ফ্রেম বন্দি হয়ে থাকে যতটুকু রাখি,
অসময়ে স্মৃতিগুলো করে ডাকাডাকি।
ছবির নীলিমা দেখে যত স্মৃতি ঝরে,
সেই স্মৃতি জ্বলে উঠে দাউদাউ করে।

সময় পেরিয়ে গেলে মুছে যায় সুখ,
আবারো আসবে ফিরে আশা এক বুক।
সেই দূর জানালায় ছুটে চলে তরী,
উঠে মনে গুনগুন হাহুতাশে পড়ি।

সৃষ্টি সুখে হেসেছিল তপোবনে রাধা,
স্মৃতি টানে আনমনে শোরগোল ধাঁধা।
ছবি এঁকে সুসময়ে ভালো দিন যায়,
সেই স্মৃতি মনে করে মরি হায়হায়।

স্মৃতির রূপালী টানে অঞ্জন ঝরে না,
সময়টা কারো জন্য অপেক্ষা করে না।
সুসময় চলে গেলে যত থাক ভয়,
নিয়তির এই ধারা মানতেই হয়।

শত প্রেম গড়ে তুলি মোহনার চরে,
সবটুকু ধরে রাখি ফ্রেমে বন্দি করে।
সুধীজনে গড়ে উঠে যত প্রেমপ্রীতি,
সময়ের কষাঘাতে থাকে শুধু স্মৃতি।