সেদিনের পরিপাটি- গেঁয়ো সেই ছেলে
উদাসীন আজ, হেথা-হোথা তাকায়ে
খোঁজে যেনো কারে, প্রিয়জন দিয়াছে তার
মনের ঘরে কুমারের হাঁড়ি পোড়া আগুন জ্বেলে।


কুমারের আগুনে হাড়ি- প্রিয়জনের আগুনে
ফাগুন পুড়ে, পোড়া হাঁড়ি পশরা করে
কুমারের চলে বাণিজ্য- পোড়া ফাগুন
পশরা কি আর হয়? কে আছে এমন
মাঘের শেষেই পুড়েছে যার ফাগুন!
কার মনের ঘরে জ্বালায়াছে আর-
কুমারের হাঁড়ি পোড়া আগুন? কে শোনেছে
ভরা ফাগুনে হাঁড়ি পোড়া দাউদাউ- মনে।



তালুকদার বাড়ি
২৮ জানুয়ারি ২০১৮ খ্রি