কোন দেশেতে
.
মাঠে মাঠে সোনার ফসল কোন দেশেতে ফোটেরে
কোন দেশেতে সবুজ মেলা
দুলে দুলে করে খেলা
কোন দেশেতে সকাল বেলা
হিমেল হাওয়া করে খেলা
কোন দেশেতে পথে ঘাটে সুখের দোলা জোটেরে?
.
কোথায়
.
কোথায় ফোটে জুই চামেলি মৌরা কোথায় ছোটেরে
কোথায় থাকে শিশির মাখা
সকাল বেলা পাখি ডাকা
কোথায় থাকে মধু মাখা
বিকেল বেলা ছায়া ঢাকা
কোথায় বাউল একতারা নিয়ে গান গেয়ে ছোটেরে?


প্রকাশিত :
০৮ নভেম্বর ২০১৬ খ্রি.
অনলাইন ছড়ার পোর্টাল 'টিকচিহ্ন'


রচনাকাল :-
২৯ অক্টোবর ২০১৬ খ্রিস্টীয়
তালুকদার বাড়ি, রাজগঞ্চ।