আধারের রাতে বয়ে চলে যায় স্ফূর্ত বিলাস,
কাটতে চায়না মন, বলে যখন কীসের অঙ্গীকার!
অহংকারে ঘেরা চারিদিকে যখন ছেয়ে যায় ঔদ্ধত্য,
নিঝুম পেচার ডাকে রাত্রি হয়ে উঠে চমকপ্রদ।
বিলাসিতা আর বিজ্ঞাপন যেখানে হয়ে দাড়ায় রঙ্গমঞ্চ,
বুকে অঙ্গীকার নিয়ে বলে যায় বিরোধের আভাসপ্রাপ্ত।
হিংসার আগুনে জ্বলছে সমাজ একে অপরকে চায়না,
মানুষ যাকে পেতে চায় তাকে যেন পায়না।
কোথাকার সংসারে মোদের বসবাস মানুষ যেখানে দ্বিধাবিভক্ত,
সবুজের ডাকে সাড়া দিয়ে পায় নতুন অঙ্গীকারপত্র।


বীরেদের লেখা সেই ইতিহাস হবে নাকো পুরনো আজ,
দিবাশেষে বলে যাবে কার ডাকে জাগবে সমাজ।
অস্তিত্বের সংকটে ধুকছে যারা তাদের জন্য কিছু চাওয়া,
অন্যায়ের সাথে আপোষ করেনি যে তাদের হতে বেশ পাওয়া।
চলো করি অঙ্গীকার! এবার গড়ব নতুন সমাজ,
বিদ্রোহের আগুন বুকে নিয়ে তৈরী হও আমরা সবাই।
সমাজকে যারা ভাঙতে চায় তাদের দেব করা জবাব,
বিদ্রোহের জ্বালায় তুষ্ট যে তারা করবে এক নতুন অঙ্গীকার।
অন্নদাতার অন্ন ছেকে যারা হয়েছে আজ ধনী,
তাদের পায়ে কুঠারাঘাত করব নতুন প্রজন্ম মোরা, এটাই মোদের অঙ্গীকার ।


যৌবনের দূত আমরা পাইনা কাওকে ভয়,
ইতিহাসের পাতায় স্বাক্ষ হয়ে থাকবে মোদের গর্ব, মোদের জয়।
সাহসিকতার সাথে লড়তে পারি মোরা অন্তরের কোলাহল দিয়ে,
বীর সন্ধানে মোরা করি ব্রত অদম্য উচ্ছ্বাস নিয়ে।
আমরা যেন অচিন পাখি চলি কোন অজান্তে,
অঙ্গীকার করি পাইব যাকে, নিয়ে যাব নানা প্রান্তে।
চারিদিকে বিদ্রোহের ডাক হাতে হাত জোড়া জোড়া,
বিভীষিকাময় নিশীথেও পিছু হটিনা মোরা।
অগ্নিঝরা বর্ষাকালে চলি নতুন গোধুলির পারে,
এক নতুন অঙ্গীকার নিয়ে যাই মোরা অমরেত্বর পথে।


বিস্ময় সবুজ মোরা গড়ে তুলব এক নতুন সমাজ,
ন্যায়ের পথে ন্যায়ের আদর্শে মোরা করি সব কাজ।
সভ্যতার বিকাশ হতে প্রবহমান পথে চলে আসছে যা,
উন্নয়নের পরাকাষ্ঠা গড়ে তুলতে পারি পরিবর্তনশীল সমাজে তা।
জয়কে সহজলভ্য করি মোরা দূর অনন্তের পথিক,
পরাধীনতার শৃঙ্খলকে ভাঙতে জানি,মোরা সবার অন্তরের প্রতীক।
বন্ধনভীরু মানুষ যারা তাদের কাছে একটি প্রশ্ন ?
খারাপ সময়ে পাশে থেকেছি মোরা, তবুও তাদের কেন কষ্ট ?
বিনা দ্বিধাদ্বন্দে অঙ্গীকার করি মোরা করব জয়,
একদিন এক সময় আসবে যখন আমরা আলাদাভাবে গড়ব সময়।