এক যে ছিল খুকোমনি দুব্বা তুলতে গেল,
নতুন শাড়ি পরে আজ পূজো দিতে এল।
নতুন নতুন বাহারি সামগ্রী, আর ঠাকুরঘর;
সুগন্ধি ধূপ জ্বালিয়ে ঘরকে করল আলোকময়।


উঠোনের সামনে পিটুলি দিয়ে কী সুন্দর আলপনা আকা,
রকমারি জিনিসের ছবি কোনোকিছুতে নেই ফাকা।
মনে নতুন চাওয়া নিয়ে খুকোমনি করবে পূজো,
সবধরনের কাজ সেরে খুকোমনি তৈরী হল।


নয়নাভিরাম আসন নিয়ে সেজে উঠেছে ঠাকুরঘর,
দৃষ্টিনন্দন বাহারি দ্রব্য এ যেন একটা নতুন আসর।
স্নান সেরে খুকোমনি এক নতুন সাজে,
পড়বে যেন ব্রতকথা আপন মনের মজে।


হলুদ শাড়ি, লাল টিপ,আর লক্ষ্মীর পাচালী,
নতুন রূপে নতুন সাজে পড়ছে যেন পদাবলী।
সন্ধ্যা শেষে রাত হলো খুকোমনির ব্রত চলছে,
পরিবারের সকলের কল্যাণে নতুন কিছু করছে।


বৃষ্টিমধুর পরিবেশে নতুন এক অনুভূতি,
ব্রতর কাজ শেষ হলে যেন খুকোমনির ছুটি।
ব্রতকথার শেষে ঠাকুরঘরে সকলের মঙ্গলের কামনা,
সুস্থ থাকলে সবাই খুশি এটা খুকোমনির বাসনা।
পূজো শেষে ব্রত পড়ে খুকোমনির ওঠার পালা,
খুকি যাবে আপন ঘরে নিত্যনতুন খেলা।