আমার শেষ বেলাটুকু কষ্ট নিয়ে একাকার,
অবশিষ্ট কি আর আছে?
ক্লান্তিহীন পরাজয় আমায় দোষী করো,
দ্যাখো, ঝিমিয়ে পড়েছে ভালোবাসার আদ্যক্ষর,
ছিটকে পড়ছে তার মাত্রা, স্বরচিহ্ন,
উদ্বাস্তু হয়ে তোমার উদ্ভ্রান্ত নীল শহরে,
খুঁজে ফিরে নিঃশব্দের বৈষয়িক রাত।
আমাকে অশেষ করেছ নিঃশেষের মাঝে,
ক্ষুধার্ত সমুদ্রের প্রতিবিম্বে,
অপব্যয়ী কল্পনায় তুমি নারী,
ভালোবেসে ধ্বংস করেছো হেসে উঠা প্রখর রোদ্দুর।