দেহকোষে অদ্ভুত চাল শুধু নারীই দিতে জানে,
আরও বেশি এলোমেলো করে দিয়েও,
অবশেষে সুবর্ণ করে মানবীয় পাণ্ডুলিপি।
সবই ঠিকঠাক রেখেছে যেমনটি ছিল আদি যুগে,
জমাট বাঁধা সন্ধ্যায় জমা করে ভালোবাসার উপমা,
মান অভিমানের চির অচিন সুরধারায়,
ভালো রাখে পৃথিবীর স্বপ্নময় রাত্রি।
ক্ষণিক জীবনের কৃষ্ণপক্ষ জুড়ে জীবনের প্রচ্ছদে,
ঘষে মুছে বিশ্বসংসারের পানসিতে,
চুম্বনে চুম্বনে প্রহর জাগায় অনন্ত অনন্ত রাত।