আজ একটা বিকেল খুঁজেছি তোমার আমার ভেতর,
লজ্জাহীন প্রহর ছুঁয়েছি, বৃষ্টি নেমে এলো,
ছায়ারা কাকভেজা অতিথি হয়ে দরজার ওপাশে দাঁড়ায়।
এই বৃষ্টিতে সংরক্ষিত অসংখ্য শৈল্পিক মজ্জা,
ভালোবাসার যত অন্তর্মুখী রঙপ্রহর,
কয়েক ফোটা বিকেলের আলোয় ক্লান্ত হয় শান্ত চুমুক।
দিবস আমার, তোমার পানে বৃষ্টিদিনের অরণ্য,
আমার অপেক্ষা,মিলিয়ে যায় যেখানে তোমার
এক নদী, এক পথে, এক ঢেউয়ের জল।