বিয়াল্লিশ বছরে তুমি বিয়াল্লিশ হাজার বার বদলেছ,
বদলায়নি তোমার প্রভাব, স্বভাব, কুভাব।
রক্তাক্ত মাটির গলিত দেহে তোমার উদ্দাম নৃত্তে,
লজ্জা পায় একাত্তরের শহীদ, ঊনসত্তর, নব্বই এর বিপ্লবী।
নুর হোসেনের কফিনের পাশে তোমার ভিক্ষা বাণিজ্য,
সঞ্চিত করেছ দুঃখিনী মায়ের শেষ সম্বল।
তোমার লোলুপ দৃষ্টিতে চাঁদের জ্যোৎস্নাও রেহাই পাই না,
কিভাবে সভ্রম বাঁচাবে আমার প্রিয় স্বদেশ?