ফাগুন কে বলেছি আগুন জ্বালাতে
বলিনি জ্বালাতে প্রদীপ বাতিতে।
এ আগুন তোমার রুপে,
ও যে প্রকিতির সাজে।


তোমাকে সাজাবে ফাগুন,
জ্বালাবে রুপের আগুন।
সে আগুনে পুড়ে যেতে যাই
শুধু তোমাকেই পেতে চাই।


রঙিন ফুলের সাজে সাজাবো তোমায়,
আমি আজ ও আছি সে প্রতীক্ষায়।
তুমি আসবে,তোমার  প্রতীক্ষা
আর আমার এ অপেক্ষা।


বসন্ত এসেছে দুয়ারে
ভাসাতে  প্রেমে ,
তোমায় আমাতে
আমায় তোমাতে ।