একদা ফাগুন কে বলেছিলাম আগুন জ্বালাতে
আজ যে আগুনের কথা বলছি,
তার জন্ম কোন জীবনের সমাপ্তির লক্ষ্যে।
চৈত্রের তীব্র তাপদাহের মতো
পুড়ছে জীবন কত শতো।
জীবন তো এই
যার জন্ম ,ওই জলন্ত আগুনে নিজেকে পোড়ানো