ভালবাসা তুমি কবিতা হবে?
হলে বেশ ভালো হয় যে,
তোমাকে আমি আমার মতো করে,
নিবো লিখে।


কারন আমি যে হবো তোমার কবি,
চোখে ভাসে শুধু তোমারি ছবি।


বসন্ত হাওয়াতে তুমি উড়িয়ে শাড়ীর আচল
করেছো এ মন পাগল।
ভালোবাসা আমি দু'হাত পেতে,
দাঁড়িয়েছি তোমার দুয়ারে।


দেবে কি কথা?
জানাবে কি মনের ভাষা?


বারংবার আকুল হয়ে,
ঘুরি তোমার চারিপাশে,
তবু ও যদি শুনতে পাই
বলছ তুমি,কবি!
ভালোবাসি তোমাকে আমি।


হাজারো স্বপ্নের ভীরে তুমি সেই,
যাকে নিয়ে উড়িয়েছি সুখের পাখি।


কল্পনাতে আলো আধারে তুমি সেই,
আমার ভালোবাসা যাকে আমি চাই।
তুমি শুধুই,
আমার কবিতার কবিতা নও
আমার শিল্পের কারুকার্য নও


তুমি যে আমার,ভালোবাসার ভালোবাসা।